কোন প্রাণী নিজের শরীরের চেয়ে পঞ্চাশ গুন বেশি ভরের বস্তু বহন করতে পারে ?

A ঘোড়া

B হাতি

C পিঁপড়া

D গাধা

Solution

Correct Answer: Option C

✔ পিপড়া তার নিজের শরীরের চেয়ে পঞ্চাশ গুন বেশি ভরের বস্তু বহন করতে পারে।
✔ পিপড়া কামড় দিলে জ্বলে, ফুলে যায় কারণ এদের কামড়ে মূলত ফরমিক এসিড নিঃসৃত হয়।
✔ পিঁপড়া খাদ্যের খোঁজ পেলে খাদ্য উৎস থেকে বাসায় যাওয়ার পথে ফেরোমন হরমোন নিঃসৃত করে। এর উপর নির্ভর করে অন্য পিঁপড়াগুলো আবার ঐ খাদ্যর উৎসে যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions