কোনটি বলকান রাষ্ট্র নয়?

A বসনিয়া

B ডেনমার্ক

C আলবেনিয়া

D সার্বিয়া

Solution

Correct Answer: Option B

- তুর্কি শব্দ 'বলকান' অর্থ পর্বত।
- বলকান পর্বতের পাদদেশে অবস্থিত দক্ষিণ-পূর্ব ইউরোপের এক সুবিশাল অঞ্চলকে বলকান নামে অভিহিত করা হয়।

বলকান অঞ্চলের দেশসমূহ-
- সার্বিয়া,
- বুলগেরিয়া,
- মেসিডোনিয়া,
- গ্রিস,
- বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা,
- মন্টিনিগ্রো,
- আলবেনিয়া,
- ক্রোয়েশিয়া,
- কসোভা,
- হাঙ্গেরি ও
- রোমানিয়া।

- বলকান অঞ্চলকে 'ইউরোপের প্রবেশ দ্বার' বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions