সূর্য হতে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় আলো আসে?

A পরিবহন

B পরিচালন

C বিকিরণ

D প্রতিফলন

Solution

Correct Answer: Option C

- তাপ যখন জড় মাধ্যমের সাহায্য ছাড়াই তাড়িত চৌম্বক তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয়, তখন তাকে বিকিরণ পদ্ধতি বলে।
- সূর্য হলো তাপের (আলো) প্রধান উৎস।
- সূর্যের আলো বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে।
- সূর্য থেকে আগত রশ্মির ৪৮% ভূপৃষ্ঠ শুষে নেয়, বাকী ২৩% ভূমণ্ডলীয় গ্যাসগুলো শুষে নেয় এবং ২৯% প্রতিফলিত হয়ে ফিরে যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions