Solution
Correct Answer: Option C
- 'Bee' (মৌমাছি)-এর পুংলিঙ্গ (Masculine gender) হলো 'Drone' (পুরুষ মৌমাছি)।
- একটি মৌচাকে তিন প্রকার মৌমাছি থাকে - রাণী মৌমাছি (Queen bee), কর্মী মৌমাছি (Worker bee) এবং পুরুষ মৌমাছি (Drone)।
- এদের মধ্যে রাণী ও কর্মী মৌমাছিরা হলো স্ত্রী লিঙ্গের এবং ড্রোন হলো পুরুষ লিঙ্গের।
- ড্রোনের প্রধান কাজ হলো রাণী মৌমাছির সাথে মিলিত হয়ে বংশবিস্তারে সাহায্য করা।
- অন্যদিকে, 'Doe' হলো হরিণের স্ত্রীলিঙ্গ (Feminine gender)।