বার্ষিক শতকরা মুনাফার হার ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, ৩০০০ হাজার টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে?
A ৯০ টাকা
B ১৮০ টাকা
C ২৪০ টাকা
D ৩০০ টাকা
Solution
Correct Answer: Option B
প্রাথমিক মূলধন (আসল) = ৩০০০ টাকা
সময় = ৩ বছর
মুনাফার হার কমেছে = (১০% - ৮%) = ২%।
এই ২% হার কমার কারণে ৩ বছরে মুনাফা কত কম হবে তা বের করতে হবে।
মুনাফা কমার পরিমাণ = (আসল × মুনাফার হার হ্রাস × সময়) / ১০০
= (৩০০০ × ২ × ৩) / ১০০
= ১৮০০০ / ১০০
= ১৮০ টাকা
সুতরাং, ৩ বছরে মুনাফা ১৮০ টাকা কম হবে।