x এর ১০% যদি y এর ২০% এর সমান হয় তবে x : y = ?
Solution
Correct Answer: Option A
প্রশ্ন অনুযায়ী:
x এর ১০% = y এর ২০%
গাণিতিকভাবে এটি লেখা যায়:
x × (১০/১০০) = y × (২০/১০০)
সমীকরণটির উভয় পক্ষকে ১০০ দিয়ে গুণ করে পাই:
১০x = ২০y
এবার x/y এর মান বের করার জন্য y কে বাম দিকে এবং ১০ কে ডান দিকে নিলে পাই:
x/y = ২০/১০
x/y = ২/১
সুতরাং, x এবং y এর অনুপাত হলো ২:১।