Solution
Correct Answer: Option B
- 'আনন্দ বিহার' কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
- এটি লালমাই পাহাড় শ্রেণীর উত্তরের শেষ প্রান্তে অবস্থিত।
- ময়নামতিতে প্রাপ্ত বিহারগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় বৌদ্ধ বিহার।
- দেব বংশের রাজা শ্রী আনন্দদেব সপ্তম বা অষ্টম শতকে এই বিশাল বিহারটি নির্মাণ করেন।
- রাজার নামানুসারেই এই বিহারটির নামকরণ করা হয়েছে ‘আনন্দ বিহার’।