Consul এর বাংলা পরিভাষা কোনটি?

A পরামর্শক

B বাণিজ্যদূত

C উপদেষ্টা

D সুপারিশকারী

Solution

Correct Answer: Option B

- 'Consul' হলেন একজন সরকারি কর্মকর্তা যিনি একটি বিদেশি রাষ্ট্রে নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।
- তাঁর অন্যতম প্রধান কাজ হলো নিজ দেশ এবং অবস্থানরত দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক রক্ষা এবং উন্নয়ন করা।
- এই বাণিজ্যিক ভূমিকার কারণেই 'Consul' এর সবচেয়ে উপযুক্ত বাংলা পরিভাষা হলো বাণিজ্যদূত
- অন্য অপশনগুলোর মধ্যে, পরামর্শক (Consultant), উপদেষ্টা (Adviser) এবং সুপারিশকারী (Recommender) ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে যা Consul-এর দাপ্তরিক দায়িত্বকে বোঝায় না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions