A প্রথম বাঙালি নারী ঔপন্যাসিক
B প্রথম বাঙালি নারী প্রশাসক
C বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি
D বাংলা সাহিত্যের প্রথম নারী নাট্যকার
Solution
Correct Answer: Option C
- চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি।
- তিনি ষোড়শ শতকে (আনুমানিক ১৫৫০ সাল) বর্তমান কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ছিলেন মনসামঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা দ্বিজ বংশীদাস।
- তাঁর রচিত 'রামায়ণ' বাংলা ভাষায় প্রথম কোনো নারী কর্তৃক রচিত রামায়ণ, যা নারীর দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছিল।
- তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য পালাকাব্য হলো 'মলুয়া' ও ‘দস্যু কেনারামের পালা’।