মধ্যপদলোপী কর্মধারয়- এর দৃষ্টান্ত

A ঘর থেকে ছাড়া -----ঘরছাড়া

B অরুণের মতো রাঙা -----অরুণরাঙা

C হাসিমাখা মুখ -----হাসিমুখ

D ক্ষণ ব্যাপিয়া স্থায়ী -----ক্ষণস্থায়ী

Solution

Correct Answer: Option C

-ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারায় সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন—
-হাসি মাখা মুখ= হাসিমুখ,
-সিংহ চিহ্নিত আসন= সিংহাসন।
-অরুণ আলোয় রাঙ্গা= অরুণরাঙা-- উপমান কর্মধারয় সমাস।
-ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী= ক্ষণস্থায়ী— দ্বিতীয় তৎপুরুষ সমাস।
-ঘর ছেড়েছে যে= ঘর ছাড়া— উপপদ তৎপুরুষ সমাস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions