১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?
A ২ অক্টোবর (সকালে)
B ২ অক্টোবর (মাঝরাতে)
C ১ অক্টোবর (দুপুরে)
D ৩ অক্টোবর (মাঝরাতে)
Solution
Correct Answer: Option D
- ১৯৯০ সালের ৩ অক্টোবর (মাঝরাতে) পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে।
- পূর্ব জার্মানির জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (GDR) পশ্চিম জার্মানির ফেডারেল প্রজাতন্ত্রের (FRG) সাথে একীভূত হয়।
- একীভূত জার্মানি ফেডারেল প্রজাতন্ত্র (FRG) নামে পরিচিত হয়। বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়।