প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
A জাপানের নাগাসাকিতে
B অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
C ফ্রান্সের ফন্টেনব্লিউতে
D কানাডার ভেঙ্কুবারে
Solution
Correct Answer: Option C
- প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার (IUCN) প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সের ফন্টেনব্লিউতে।
- উদ্দেশ্য প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।