বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?

A ৬ জানুয়ারি

B ৭ জানুয়ারি

C ৮ জানুয়ারি

D ৯ জানুয়ারি

Solution

Correct Answer: Option B

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
• নির্বাচন : ৭ জানুয়ারি ২০২৪
• মোট আসন : ৩০০ 
• ভোটগ্রহণ : ২৯৯ আসনে [নওগাঁ-২ আসনে নির্বাচন স্থগিত] 
• প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল : ২৮টি
• প্রদত্ত ভোটের হার : ৪১.৮% 
• মোট প্রার্থী : ১,৯৭০ 
• স্বতন্ত্র প্রার্থী : ৪৩৬ 
• নারী প্রার্থী : ৯৪
• ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী : ৭৯ 
• তৃতীয় লিঙ্গের প্রার্থী : ১
• মোট ভোট ৪২,১০৩
• মোট ভোটার : ১১,৯৬,৯১,৬৩৩
• পুরুষ ভোটার : ৬,০৭, ৭১,৫৭৯ 
• নারী ভোটার : ৫,৮৯,১৯,২০২
• তৃতীয় লিঙ্গের ভোটার : ৮৫২
• প্রথমবার ভোট দেয় : ১,৫৪,৫২,০০০
• দেশে নিবন্ধিত রাজনৈতিক দল : ৪৪টি
• বিদেশি পর্যবেক্ষক : দুইশর বেশি
• দেশি পর্যবেক্ষক : ২০,৭৭৩
• দেশি সাংবাদিক : ১০,০০০ 
• বিদেশি সাংবাদিক : ৯২ 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions