তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ২১৯। শেষ সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option D
মনে করি, তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যা হলো:
প্রথম সংখ্যা = x
দ্বিতীয় সংখ্যা = x + 2
তৃতীয় বা শেষ সংখ্যা = x + 4
প্রশ্নমতে,
x + (x + 2) + (x + 4) = ২১৯
বা, 3x + 6 = ২১৯
বা, 3x = ২১৯ - 6
বা, 3x = ২১৩
বা, x = ২১৩ / ৩
সুতরাং, x = ৭১
প্রথম সংখ্যাটি ৭১।
শেষ সংখ্যাটি হলো x + 4 = ৭১ + 4 = ৭৫।