আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

A ফ্লোরিডা

B পক

C জিব্রাল্টার

D বেরিং

Solution

Correct Answer: Option D

- বেরিং প্রণালী এশিয়া মহাদেশের পূর্বাঞ্চল এবং উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমাঞ্চলকে পৃথক করেছে।
- এটি উত্তর মহাসাগরের চুকচি সাগর এবং প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে সংযুক্ত করেছে।
- এই প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ প্রায় ৮৫ কিলোমিটার
- আন্তর্জাতিক তারিখ রেখা এই প্রণালীর মাঝখান দিয়ে গিয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions