একটি টিভির মূল্য বছরের শুরুতে যা থাকে বছরের শেষে মূল্য হ্রাস পেয়ে তার তিন-চতুর্থাংশ হয়। টিভিটির মূল্য তিন বছর শেষে ৬,৭৫০ টাকা হলে প্রথম বছরের শুরুতে এর মূল্য কত ছিল?

A ১৮,০০০ টাকা

B ১৬,০০০ টাকা

C ১৫,০০০ টাকা

D ২০,০০০ টাকা

Solution

Correct Answer: Option B

ধরি ,প্রথমে টিভির দাম ছিল x টাকা
তাহলে ১ম বছর শেষে দাম হবে = ৩x/৪ টাকা
     ২য়  বছর শেষে দাম হবে =(৩x/৪) × ( ৩/৪)  =৯x/১৬ টাকা
   ৩য় বছর শেষে দাম হবে   = (৯x/১৬)×( ৩/৪) =২৭x/৬৪  টাকা

প্রশ্নমতে, ২৭x/৬৪ =৬৭৫০
অতএব,x=(৬৭৫০× ৬৪)/২৭ =১৬০০০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions