ম্যাকাও দ্বীপটি আগে কোন দেশের উপনিবেশ ছিল?
A ব্রাজিল
B যুক্তরাজ্য
C পর্তুগাল
D চীন
Solution
Correct Answer: Option C
ম্যাকাও গণপ্রজাতন্ত্রী চীনের দুইটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি। আরেকটি হল হংকং। ষোড়শ শতকের মাঝামাঝি থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মাকাও পর্তুগীজ শাসনাধীন ছিল। এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি।