কোন স্কুলের ছাত্রসংখ্যাকে ৫,৮,২০ দ্বারা ভাগ করলে প্রত্যেক বারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্রসংখ্যা কত?
A ৪০ জন
B ৪৪ জন
C ৬০ জন
D ৮০ জন
Solution
Correct Answer: Option B
ছাত্র সংখ্যা হবে ৫,৮,এবং ২০ এর ল. সা. গু. অপেক্ষা ৪ বেশি।এখন ৫,৮,ও ২০ এর ল. সা. গু. =৪০
অতএব নির্ণেয় সংখ্যা =৪০+৪=৪৪