কোন ধারণা থেকে বাইনারী সংখ্যা পদ্ধতি গড়ে উঠেছে?
A PLUS-MINUS
B Positive-Negative
C Left-Right
D ON-OFF
Solution
Correct Answer: Option D
বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট (Bit) বলা হয়। কম্পিউটার বাইনারি পদ্ধতির বেশ দ্রুত বুঝতে পারে । এই দুইটি অবস্থার একটি Logic Level এ 0; এর মানে OFF হিসেবে ধরা হয়। অন্যটি Logic Level এ 1; এর মানে ON হিসেবে ধরা হয়। যেমন ৫ এর বাইনারি হল- 0101