কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে কি বোঝায়?
Solution
Correct Answer: Option C
HTTPS - hypertext transfer protocol, এর পোর্ট হলঃ ৪৪৩, যখন S যুক্ত করা হয়, তখন এর একটা SSL (secure socket layer) যুক্ত করে দেওয়া হয়ে। তার মানে, প্রতি ডাটা encrypted করে আদান-প্রদান করা হয়।