Solution
Correct Answer: Option B
- লিথিয়াম হলো একটি ক্ষার ধাতু এবং এটিই সর্বাপেক্ষা হালকা ধাতু।
- এর ঘনত্ব প্রতি ঘনসেন্টিমিটারে মাত্র ০.৫৩৪ গ্রাম, যা সকল কঠিন মৌলিক পদার্থের মধ্যে সর্বনিম্ন।
- এটি এতটাই হালকা যে, এটি পানির উপর ভাসতে পারে।
- পর্যায় সারণিতে এর পারমাণবিক সংখ্যা ৩ হওয়ায় এটি ওজনে অত্যন্ত কম হয়ে থাকে।