Solution
Correct Answer: Option B
- বাংলা বানান ও উচ্চারণের নিয়ম অনুযায়ী, 'উম্মনা' শব্দটি উৎ+মনা সন্ধির মাধ্যমে গঠিত।
- এখানে 'ত'-এর পরে 'ম' থাকলে 'ত' পরিবর্তিত হয়ে 'ন' হয় এবং যুক্তবর্ণটি পরবর্তী ব্যঞ্জনের সাথে মিলিত হয়।
- তাই এর সঠিক উচ্চারণটি হবে উন্মনা (unmona), যেখানে 'ন'-এর ওপর একটি হসন্ত বা হস্ চিহ্ন (্) বসে।
- এই হসন্ত চিহ্নটি আগের বর্ণের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়।