Solution
Correct Answer: Option A
প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'রুগ্ন' বানানটি শুদ্ধ নয়। বাংলা বানানের নিয়ম অনুযায়ী, এর শুদ্ধ রূপ হলো রুগ্ণ। এখানে 'গ'-এর পরে মূর্ধন্য 'ণ' হবে।
অন্যান্য অপশনগুলোর শুদ্ধ রূপ হলো:
তির -> তীর
অভাগিনি -> অভাগিনী
রজনি -> রজনী
প্রশ্নটিতে একাধিক বানান অশুদ্ধ থাকলেও, 'রুগ্ন' একটি প্রচলিত ভুল এবং সম্ভবত এটিই উত্তর হিসেবে অভিপ্রেত।