বাংলাদেশের কোন বিজ্ঞানী বিশ্বজুড়ে 'জুটম্যান' নামে পরিচিত?
A ড. মাকসুদুল খান
B ড. মো: শাহজাহান
C ড. মোবারক আহমদ খান
D আবদুস সাত্তার খান
Solution
Correct Answer: Option C
- ড. মোবারক আহমদ খান একজন বাংলাদেশি বিজ্ঞানী যিনি পাট নিয়ে গবেষণার জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন।
- তিনি পাটের পলিমার থেকে পচনশীল "সোনালি ব্যাগ" আবিষ্কার করে বিশ্বজুড়ে প্রশংসিত হন।
- পাটের বহুমুখী ব্যবহার এবং পরিবেশবান্ধব সামগ্রী তৈরিতে তাঁর অবদানের জন্য তাঁকে 'জুটম্যান' বা 'পাটমানব' হিসেবে অভিহিত করা হয়।