বিশ্বব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি 'Soft Loan Window' নামে পরিচিত?
Solution
Correct Answer: Option B
- বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association - IDA) 'Soft Loan Window' নামে পরিচিত।
- এর কারণ হলো, IDA বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোকে অত্যন্ত নমনীয় শর্তে ঋণ প্রদান করে।
- এই ঋণগুলোকে "সফট লোন" বলা হয় কারণ এগুলোর সুদের হার শূন্য বা খুবই কম থাকে এবং পরিশোধের জন্য ২৫ থেকে ৪০ বছরের মতো দীর্ঘ সময় দেওয়া হয়।
- বিশ্বব্যাংকের অন্য অঙ্গসংগঠন, যেমন IBRD, অপেক্ষাকৃত সচ্ছল দেশগুলোকে বাণিজ্যিক সুদে ঋণ দেয়। তাই শুধুমাত্র IDA-কেই এই নামে অভিহিত করা হয়।