Solution
Correct Answer: Option B
- "Do or die" বাক্যটি দুটি স্বাধীন বা স্বতন্ত্র ক্লজ (independent clause) দ্বারা গঠিত, যা একটি সংযোজক অব্যয় (coordinating conjunction) দ্বারা যুক্ত হয়েছে।
প্রথম ক্লজ: Do (এখানে কর্তা 'You' উহ্য আছে, অর্থাৎ 'You do')। এটি একটি সম্পূর্ণ বাক্য।
দ্বিতীয় ক্লজ: Die (এখানেও কর্তা 'You' উহ্য, অর্থাৎ 'You die')। এটিও একটি সম্পূর্ণ বাক্য।
- এই দুটি স্বাধীন ক্লজ "or" নামক coordinating conjunction দ্বারা যুক্ত হয়েছে। যে বাক্যে দুই বা ততোধিক স্বাধীন ক্লজ কোনো coordinating conjunction (যেমন: for, and, nor, but, or, yet, so) দ্বারা যুক্ত থাকে, তাকে Compound Sentence বলে।