'ফুলের বাইরের আবরণ'- এক কথায় প্রকাশ করলে কী হবে?

A ফুলেল

B বৃতি

C পুষ্পাভরণ

D ফুটন্ত

Solution

Correct Answer: Option B

- ফুল যখন কুঁড়ি অবস্থায় থাকে, তখন যে সবুজ রঙের আবরণটি তাকে ঢেকে রাখে এবং ফুল ফোটার পর বৃন্তের উপরে অবস্থান করে, তাকে বৃতি (Calyx) বলা হয়।
- এটি ফুলের বিভিন্ন অংশকে রক্ষা করে। তাই 'ফুলের বাইরের আবরণ'-এর এক কথায় প্রকাশ হলো বৃতি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions