টি-২০ বিশ্বকাপ ২০২৪ এ কতটি দল অংশগ্রহণ করে?
Solution
Correct Answer: Option A
টি-২০ বিশ্বকাপ ২০২৪
• আয়োজনে : নবম
• সময়কাল : ১-২৯ জুন ২০২৪
• স্বাগতিক : যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ
• ভেন্যু: ৯টি
• অংশগ্রহণকারী দল : ২০টি
• ম্যাচ : ৫৫টি
• খেলার ফরম্যাট : গ্রুপ পর্ব, সুপার ৮ ও নকআউট
• উদ্বোধনী ম্যাচ : যুক্তরাষ্ট্র-কানাডা (গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, টেক্সাস, যুক্তরাষ্ট্র)
• ফাইনাল ম্যাচ : কিংস্টন ওভাল, ব্রাইড টাউন, বার্বাডোস।
• টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪- এর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্ব আসরের শিরোপা জিতে ভারত।