Solution
Correct Answer: Option B
বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে । যেমনঃ আশীবিষ =আশীতে বিষ যার। কথা সর্বস্ব যার = কথা সর্বস্ব। বীণাপণি = বীণা পাণিতে যার। উল্লেখ্য, পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুবীহি সমাস হয়। যেমনঃ দুই কান কাটা যার = দু কানকাটা। বোঁটা খেসেছে যার = বোঁটাখসা ।