আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
A ১০ এপ্রিল, ১৯৭১
B ১৭ এপ্রিল, ১৯৭১
C ৭ মার্চ , ১৯৭১
D ২৬ মার্চ , ১৯৭১
Solution
Correct Answer: Option A
মুজিবনগর সরকার বা বাংলাদেশের অস্থানীয় সরকার গঠিত ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার ভবের পাড়া আম্র-কাননে।শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ১৯৭১ সালের ১৭ এপ্রিল।