দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কের সাথে ৬ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ৪ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার ১/৩ ভাগ হয়?

A ১৫

B ৫১

C ৬২

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option D

যেহেতু দশকের অঙ্কের সাথে ৬ যোগ করলে মূল সংখ্যাটি বড় হয়ে যায়। তাই তা কোন ভাবেই নতুন প্রাপ্ত সংখ্যার ১/৩ হতে পারে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions