সিয়াম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে মেধাক্রমে উপর থেকে ১৫ তম এবং নিচ থেকে ৩০ তম স্থান অধিকার করে। ৬ জন ছাত্র পরীক্ষা দেয়নি ও ১০ জন ফেল করে। মোট ছাত্রসংখ্যা কত ছিল?
A ৪৪ জন
B ৫০ জন
C ৬০ জন
D ৫৭ জন
Solution
Correct Answer: Option C
মেধাক্রম তৈরি হয়েছে = (১৫+৩০)-১ = ৪৪ জনের। [এক বাদ দেওয়া হয়েছে, কারণ সিয়ামের হিসাব দুইবার আসছে]
সুতরাং মোট ছাত্র সংখ্যা = ৪৪+৬+১০ = ৬০ জন।