Solution
Correct Answer: Option A
বাংলা কৃৎ-প্রত্যয় ‘অন’ যোগে গঠিত শব্দ √নাচ্ + অন=নাচন। এরুপ আরও কয়েকটি কৃৎ-প্রত্য্যসাধিত শব্দ -- √কাঁদ্ + অন= কাঁদন, √বাঁধ+অন= বাঁধন, √চল্ + অন= চলন । অন্যদিকে, জল+আ=জলা, পাগ্লা+আ=পাগলা ও মাঝ+আরি= মাঝারি তদ্ভিত প্রত্যয় ।