✔ যে সমাসে প্রতে্যকটি সমস্যমান পদের অর্থের সমান প্রধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে ।যেমন - অহি-নকুল, দা -কুমড়া, জমা-খরচ। বিলাত থেকে ফেরত = গায়ে হলুদ ও কলে ছাঁটা = কলেছাটা যথাক্রমে পঞ্চমী ততপুরুষ সমাস।
✔ দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হতে পারে। যেমন- মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, অঙ্গবাচক, সংখ্যাবাচক ইত্যাদি।
✔ বিরোধার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের কয়েকটি উদাহরণ হল-দা-কুমড়া, অহি-নকুল, স্বর্গ-নরক ইত্যাদি।