নিচের কোন ট্রান্সমিশন মিডিয়ামটিতে ইলেক্ট্রােম্যাগনেটিক নয়েজের সমস্যা নেই?
Solution
Correct Answer: Option C
এসটিপি (STP) এর পূর্ণনাম Shielded twisted Dair cable। এই তাকে অপরিবাহী (insulator) দ্বারা আবৃত প্রতিটি পরিবাহী তার আরও একটি জলের ন্যায় ধাতব ফয়েল দ্বারা আবৃত থাকে। ধাতব ফয়েলটি থাকার কারণে এই ধরনের ক্যাবলে ইলেকট্রোম্যাগনেটিক নয়েজের কোন সমস্যা নেই। আবার, UTP ক্যাবল অপেক্ষা STP ক্যাবলের ট্রান্সমিশন রটও বেশি।