কোন বাসের মাধ্যমে মাইক্রোকম্পিউটারের যন্ত্রাংশগুলোর মধ্যে ডাটা পরিবহন হয়?
A কন্ট্রোল বাস
B এড্রেস বাস
C ডাটা বাস
D A, B, C সব গুলোই
Solution
Correct Answer: Option D
মাইক্রোকম্পিউটারের যন্ত্রাংশগুলোর মধ্যে ডাটা পরিবহনে কন্ট্রোল বাস, এড্রেস বাস ও ডাটা বাস ব্যবহার করে।