Solution
Correct Answer: Option C
- 'কারক' হলো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের (বিশেষ্য বা সর্বনাম) সম্পর্ক।
- যেহেতু কারকের আলোচনা একটি সম্পূর্ণ বাক্যের গঠন এবং পদের সাথে ক্রিয়ার সম্পর্ক নিয়ে হয়, তাই এটি ব্যাকরণের বাক্যতত্ত্ব (Syntax) অংশের আলোচ্য বিষয়।
- যদিও অনেক পুরোনো ব্যাকরণ বইয়ে একে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে, আধুনিক ভাষাবিজ্ঞানীরা কারককে বাক্যতত্ত্বের অংশ হিসেবেই গণ্য করেন।