Solution
Correct Answer: Option B
- ব্যাকরণে লিঙ্গ (Gender) দ্বারা বিশেষ্য বা সর্বনাম পুরুষ, স্ত্রী, উভয় নাকি জড় পদার্থ তা বোঝানো হয়।
Cow (গরু) হলো স্ত্রীলিঙ্গ (Feminine Gender), এর পুংলিঙ্গ (Masculine Gender) হলো Bull বা Ox।
Heir (উত্তরাধিকারী) একটি পুংলিঙ্গবাচক (masculine gender) শব্দ। এর স্ত্রীলিঙ্গ হলো Heiress।
Niece (ভাইঝি বা বোনঝি) স্ত্রীলিঙ্গবাচক শব্দ, এর পুংলিঙ্গ হলো Nephew।
Bee (মৌমাছি) একটি উভয়লিঙ্গ (Common Gender) হিসেবে ব্যবহৃত হলেও, এর পুংলিঙ্গ হলো Drone।