“শ্রদ্ধা” শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Correct Answer: Option A
সংস্কৃত কৃৎ প্রত্যয় অ (অঙ) + স্ত্রী প্রত্যয় 'আ' সাধিত শব্দ হলো শ্রদ্ধা । এর গঠনঃ শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা । এরূপ আরো কয়েকটি শব্দঃ √কৃপ+অ+আ = কৃপা, √ক্রীড়+অ+আ = ক্রীড়া, প্র+√জ্ঞা+অ+আ = প্রজ্ঞা; √ব্যথি +অ + আ = ব্যথা ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions