কোন দুটি দেশকে হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে পৃথক করেছে?

A ইরাক ও কুয়েত

B সৌদি আরব ও ইয়েমেন

C ইরান ও ওমান

D কাতার ও বাহরাইন

Solution

Correct Answer: Option C

- হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে সংযুক্ত করেছে।
- ভৌগোলিকভাবে এটি এর উত্তর উপকূলে ইরানকে এবং দক্ষিণ উপকূলে ওমানের মুসানদাম উপদ্বীপকে পৃথক করেছে।
- এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions