বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?

A টাইক্লোরোটাইফ্লুরো ইথেন

B টেট্রাফ্লুরো ইথেন

C ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন

D আর্গন

Solution

Correct Answer: Option B

বর্তমানে পরিবেশবান্ধব ফ্রেয়ন হিসেবে রেফ্রিজারেটরের বা এয়ার কন্ডিশনের কম্প্রেসারে টেট্রাফ্লুরোইথেন ব্যবহার করা হয় । এর JUPAC নাম 1, 1, 1, 2 টেট্রাফ্লুরোইথেন । এর তাপজাতীয় ধর্মাবলী ডাইক্লোরোডাইফ্লুরোমিথেন -এর মতো হলেও ওজন স্তরের ভাঙনে এর প্রভাব কম । এছাড়া পৃথিবীর উষ্ণায়নেও এর প্রভাব কম হওয়ায় বর্তমানে ফ্রেয়ন হিসেবে এটিকে বেশি ব্যবহার করা হচ্ছে । একে নরফ্লুরেনও বলা হয় । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions