বৈশ্বিক নারী নিরাপত্তা সূচকে প্রথম স্থানে রয়েছে কোন দেশ?
A ডেনমার্ক
B আফগানিস্থান
C সুইজারল্যান্ড
D সুইডেন
Solution
Correct Answer: Option A
বৈশ্বিক নারী নিরাপত্তা সূচক (Global Women's Security Index) নারীদের জীবনযাত্রার মান এবং নিরাপত্তা বিশ্লেষণ করে তাদের অবস্থান নির্ধারণ করে।
২০২৫ সালের সূচক অনুযায়ী:
১ম স্থানে: ডেনমার্ক
২য় স্থানে: সুইজারল্যান্ড
৩য় স্থানে: সুইডেন
সর্বনিম্ন স্থানে রয়েছে- আফগানিস্থান
বাংলাদেশের স্থান:১৩১
সূত্র- GIWPS