৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট হচ্ছে?

A ইউএম এন ও

B বারিসান ন্যাশনাল

C পাটি পেরিকাতান

D পাকাতান-হারাপান

Solution

Correct Answer: Option D

- ৯ মে ২০১৮ অনুষ্ঠিত মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে জয়ী হয় মাহাথির মোহাম্মদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক জোট 'পাকাতান-হারুপান' (PH) ।
- এ নির্বাচনে ২২২ আসনের মধ্যে 'পাকাতান হারুপান' লাভ করে ১২৬ আসন এবং ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল (BN) লাভ করে ৮৮ আসন । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions