মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
A হোয়াংহো নদীর তীরে
B ইয়াংসিকিয়াং নদীর তীরে
C নীলনদের তীরে
D ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
Solution
Correct Answer: Option D
ইরাক, ইরান, সিরিয়া এবং তুরস্ক অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেরিয়া । সেচ নির্ভর প্রাচীন ও সভ্যতাটি গড়ে উঠেছিল ইউফ্রেটিস ও টাইগ্রিস (দজলা ও ফোরাত) নদীর তীরে ।