Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত ?
A চীন, রাশিয়া
B উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
C জাপান, থাইল্যান্ড
D তাইওয়ান, হংকং
Solution
Correct Answer: Option B
- ১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায়ে জং উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার একটি বৈদেশিক নীতি ঘোষণা করেন যা Sunshine Policy নামে পরিচিত।
- এ নীতি বাস্তবায়নের কারণে কিম দায়ে জং ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
- ২০০৮ সাল পর্যন্ত Sunshine Policy টিকে ছিল।