কার্বোহাইড্রেট C, H এবং O- এর অনুপাত কত?
A ১: ১ : ২
B ১ : ২ : ১
C ১ : ৩ : ২
D ১ : ৩ : ১
Solution
Correct Answer: Option B
- শর্করা বা কার্বোহাইড্রেট হল এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যার প্রতিটি অণুতে কার্বনের(C) সাথে হাইড্রোজেন(H) এবং অক্সিজেন(O) থাকে।
- এতে কার্বন(C), হাইড্রোজেন(H) এবং অক্সিজেন(O)- এর অনুপাত ১ : ২ : ১।