খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে -
Solution
Correct Answer: Option B
- সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান ৪ টি।
- পানি, কার্বন ডাই অক্সাইড (এই দুটি প্রধান), সূর্যালোক ও ক্লোরোফিল।
- তার মধ্যে পানি ও ক্লোরোফিল আসে উদ্ভিদের কোষ থেকে, কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে এবং সূর্যালোক গ্রহন করে সূর্য থেকে।