- যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ। - সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে যার ফলে পুকুর, নদী বা বিলের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি। - তাই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয়।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions