Solution
Correct Answer: Option A
যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ হয়ে সমাহার বা সমষ্টি বুঝায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়,তাকে দ্বিগু সমাস বলে । যেমন : শত অব্দের সমাহার = শতাব্দী । আরো কয়েকটি দ্বিগু সমাস : ত্রিকাল, চৌরাস্তা, তেমাথা, পঞ্চবঢী ত্রিপদী, চতুর্ভুজ ।