সমাস নির্ণয় করুন: শতাব্দী

A দ্বিগু সমাস

B অলুক বহুব্রীহি

C উপপদ তৎপুরুষ

D অব্যয়ীভাব সমাস

Solution

Correct Answer: Option A

যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ হয়ে সমাহার বা সমষ্টি বুঝায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়,তাকে দ্বিগু সমাস বলে । যেমন : শত অব্দের সমাহার = শতাব্দী । আরো কয়েকটি দ্বিগু সমাস : ত্রিকাল, চৌরাস্তা, তেমাথা, পঞ্চবঢী ত্রিপদী, চতুর্ভুজ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions