Where does the Rakhain tribe mainly live in Bangladesh?
Solution
Correct Answer: Option D
- রাখাইনদের অংশ বিশেষ পনেরো শতক থেকে কক্সবাজারের রামু ও সংলগ্ন এলাকায় বসতি শুরু করলেও আঠারো শতকে আরাকানের রাজনৈতিক দুর্যোগ তাদের অনেককেই স্বদেশ ভূমি ত্যাগে বাধ্য করে ।
- ফলে তারা ক্রমান্বয়ে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এবং বরগুনা ও পটুয়াখালীতে এসে বসবাস করে ।
- বর্তমানে এদের সংখ্যাগরিষ্ঠ বসবাস করে কক্সবাজার জেলার রামু, উথিয়া, টেকপাড়া, চৌফলন্ডী, মহেশখালি, হ্নীলা, টেকনাফ প্রভৃতি এলাকা জুড়ে ।
- উল্লেখ্য, মগ উপজাতি পাহাড়ি এলাকায় মারমা এবং সমতল এলাকায় রাখাইন নামে পরিচিত ।